ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল ও পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম।
রবিবার (২৮ নভেম্বর) বিকাল ৩টায় ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর শহিদ আবুল কাসেম সৃতি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রো পরিদর্শন করেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল ও পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম।
এসময় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ সহ পুলিশ কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় এসপি সাংবাদিকদের বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশের সার্বিক দায়িত্ব পালন প্রত্যক্ষ করেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি সাংবাদিকদের আরো বলেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।