পাবনার ঈশ্বরদী উপজেলার ভাষা শহীদ বিদ্যা নিকেতন এর স্থায়ী মঞ্চ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ভাষা শহীদ বিদ্যা নিকেতন এর ম্যানেজিং কমিটির সভাপতি শহিদ হাসান লিন বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুর হক সহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভাষা শহীদ বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক মুক্তার হোসেন জানান, বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে মঞ্চ নির্মাণ করা হচ্ছে। যেখানে বিদ্যালযের বিভিন্ন অনুষ্ঠান করা হবে। এতে মঞ্চ বাবদ ২ লক্ষ টাকা নির্মাণ ব্যয় করা হবে।
এ সময় সংসদ সদস্য নূরুজ্জামান বিশ্বাস বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন না হলে দেশের জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সেকারণে সরকার প্রতিনিয়ত শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।