পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযান পরিচালনা করে এতে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দুইটার সময় স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে সফট ড্রিংক পাউডার (ইনো) ও সরিষার তেলের মোড়কে মানচিহ্ন ব্যবহার করে উৎপাদন ও বিক্রয় করায় ঈশ্বরদী ৬নংওয়ার্ড ভাটাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স স্বচ্ছ ফুড এন্ড বেভারেজ লিমিটেডকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ মোতাবেক ১,০০,০০০/= (এক লক্ষ টাকা) জরিমানা করেন। একই সাথে ১৮৬ কার্টুন অবৈধ সফট ড্রিংক পাউডার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অপর আরেকটি অভিযানে বিস্কুট, ব্রেড ও কেক পন্যের সিএম লাইসেন্স গ্রহন না করে মিথ্যা তথ্য প্রদান করায় পোষ্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত নয়া টেষ্ট পেস্ট্রি শপ কে একই আইনে ১০,০০০/ = (দশ হাজার টাকা) জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি.এম. রাহাসিন কবির এই রায় ঘোষণা করেন।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী এর ফিল্ড অফিসার (সিএম) জনাব আমিনুল ইসলাম ।