পাবনার ঈশ্বরদীতে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ,জামায়াত ইসলাম ও ছাত্রশিবির নেতাসহ ১৬ জনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন– ১। মোঃ কাজী শামীনুর রহমান বাপ্পী (৩৪) পিতা–কাজী আসাদুল ইসলাম কাজী, ২। মোঃ আল আমিন (২৫),পিতা–মোঃ মারজান আর ৩। মোঃ ইউনুস (২৭), পিতা–মোঃ আব্দুস সাত্তার ৪। মোঃ মহির মন্ডল (৪৮),পিতা–মৃত নায়েব আলী মন্ডল ৫। মোঃ সিদ্দিকুর রহমান(৪৫) পিতা–মৃত আবেদ আলী ৬। মোঃ মোস্তাফিজুর রহমান (৩৪) পিতা–মোঃ মিজানুর রহমান ৭। মোঃ আসাদুল ইসলাম (৫২) পিতা–মৃত আফজাল হোসেন ৮। হাফেজ মাওঃ মোঃ ইলিয়াস হোসেন (৪৮) পিতা–মৃত আব্দুর রশিদ মালিথা ৯। মোঃ রাব্বী (১৯) পিতা–মোঃ বাবু মালিথা ১০। মোঃ হযরত আলী (৩৮) পিতা–আঃ রশিদ সরদার ১১। মোঃ সবুজ প্রাং (৩৬) পিতা– মোঃ সিদ্দিকুর রহমান ১২। মোঃ নিরব ইসলাম (২৩) পিতা–মৃত আমিরুল ইসলাম ১৩। মোঃ আহাদ মোল্লা (২৬) পিতা– মোঃ আব্দুর রহমান ১৪। মোঃ আবুল কালাম আজাদ মোল্লা (৪৬) পিতা–মৃত আছির উদ্দিন মোল্লা,১৫। মোঃ নাদিম হোসেন(৩৫) পিতা–মৃত মজিবর রহমান ১৬। মোঃ আব্দুর রহিম (২১) পিতা–মোঃ সোহেল হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান হরতাল–অবরোধে ঈশ্বরদীতে নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় পুর্বের নাশকতা মামলা ছিল। এ কারণে তাঁদের আটক করা হয়েছে।