মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে পাবনার ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ঈশ্বরদী আলহাজ্ব মোড় স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানের সূচনা করা হয়।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঈশ্বরদী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলহাজ্ব মোড় স্মৃতি স্তম্ভে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূরুজ্জামান বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল,ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহাম্মেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুলহক, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় সহ অংগ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
এরপর আলহাজ্ব মোড় স্মৃতি স্তম্ভে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দিবসটি উদ্যাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সকাল ৯ টায় সরকারী এস এম স্কুল এ্যান্ড কলেজ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।