সোমবার, ০৫ জুন ২০২৩, ০১:৪৬ অপরাহ্ন

ঈশ্বরদীতে নতুন আরো ১৮ জনের করোনা পজিটিভ

রাসেল হোসেন
আজকের তারিখঃ সোমবার, ০৫ জুন ২০২৩, ০১:৪৬ অপরাহ্ন
জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮২২ জন এবং এ পর্যন্ত করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) নতুন করে আরো ১৮ জন রোগীর নমুনায় করোনা পজেটিভ এসেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি ল্যাবের আরটি-পিপিআর টেস্টের রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য জানা গেছে।

এ নিয়ে ঈশ্বরদীতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২৩৩ জন, সুস্থ হয়েছে ৪০ জন। এর মধ্যে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সংগ্রহ করা নমুনা পরীক্ষা ১৭০ জন, বাকি ৬৩ জন রুপপুর বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান ও  ব্যক্তিগতভাবে কুষ্টিয়া, বগুড়া, রাজশাহী নাটোর ল্যাবে নমুনা পরিক্ষা করে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে পাকশী পুলিশ ফাঁড়ি ও ঈশ্বরদী থানার সদস্য সহ ১৮ জন শনাক্তের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান এই তথ্য নিশ্চিত করেন।আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে  গত ২৩,২৪,২৫ জুলাই  ১৫৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও রাজশাহী ল্যাবে পরীক্ষা করা হয় । এর মধ্যে তিন ধাপে ৩৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

 

শেয়ার করুন...


এই বিভাগের আরো খবর........
.
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !