হাজারও মুসল্লির সমবেত অংশগ্রহণে ঈশ্বরদী উপজেলার কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইব্রাহিম হোসেন হেলালের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩: ৩০ মিনিটের সময় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় তাঁর প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয় আজমপুর কেন্দ্রীয় ঈদগা ময়দানে, দ্বিতীয় জানাযা নামাজ সকাল ১০ টায় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এবং তৃতীয় জানাযা নামাজ আজমপুর ডিগ্রীপাড়া কেন্দ্রীয গোরস্থান মাঠে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম আজমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এই গুণি ও আদর্শবান শিক্ষকের জানাযা নামাজে পাবনা–৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস, বার কাউন্সিল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল আলম বুদু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সহ–সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন, পাবনা জেলা কমিটির সভাপতি নওশের আলী মুন্টু, ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্র সন্তান সহ অসংখ্য ছাত্র–ছাত্রী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণে জড়িতসহ একজন সফল শিক্ষকনেতা হিসাবেও বেশ সুপরিচিত ছিলেন।
তার মৃত্যুতে উপজেলা শিক্ষক সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পরিবার, বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক– সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছেন।