পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের তেল চুরির সময় ৫০ লিটার ডিজেলসহ ২ তেল চোরকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখা। গতকাল শনিবার দিবাগত রাতে ঈশ্বরদী রেলওয়ে গেটের দক্ষিণে উমিরপুর এলাকার রেল লাইনের পাশ থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর গ্রামের মৃত আকতার হেসেনের ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও একই গ্রামের সামিনুল ইসলামের ছেলে আলিফ হোসেন (১৫)। এ ঘটনায় রেলের ২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার এস আই সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থেকে ছেড়ে আসা লোকোমোটিভ (৬৫৩২) ঘটনাস্থলে এসে পৌছালে ওঁত পেতে থাকা চোররা লোকো মোটিভ থেকে বিশেষ ব্যবস্থায় তৈরী ৪ বস্তায় থাকা আনুমানিক ৫০ লিটার ডিজেল নামিয়ে নেই। এ সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা শাখা। তেল চুরির ঘটনায় লোকোমোটিভে দায়ীত্বে থাকা লোকোমাষ্টার তারিক আজাদ (টিকিট নং১২১৫) ও সহ- লোকোমাষ্টার (টিকিট নং ১৬১২) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শা সুফী নুর মোহম্মদ জানান, এই ঘটনায় এল এম তারিক আজাদ ও এএলএম শাহীন রেজা আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তেল চুরির ঘটনায় রেলওয়ে গোয়েন্দা শাখার উপ পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত ২ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।
এই বিভাগের আরো খবর........