পাবনার ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় বাঙালি জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
এ উপলক্ষে সকাল ৮টায় আওয়ামী লীগ কার্য়ালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শ্রমিক লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নায়েব আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, গোলাম মোস্তফা চান্না মন্ডল, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহম্মেদ কিরণ, উপজেলা আ:লীগের যুগ্ম সম্পাদক মুরাদ আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় সহ অংগ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
অপর দিকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঈশ্বরদী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারের বিভিন্ন দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এছাড়া দিনব্যাপি অন্যান্য কর্মসূচির মধ্যে, কেক কাটা, মিলাদ মাহফিল, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।