বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
লালপুরে ভেল্লাবাড়িয়া মাজার মসজিদে সিন্দুক ভেঙ্গে টাকা চুরি তিনদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি ঈশ্বরদীতে শিক্ষক দিবস উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত তোমরা বড় হয়ে, সোনার মানুষ হবে: ইমদাদুল হক মিলন ২০২৪ সালে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ ঈশ্বরদীতে করিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০০ আসনে চূড়ান্ত সিগন্যাল অক্টোবরে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত পাবনায় রিকশাচালকের বাড়ি-ঘরে হামলা ও লুটপাটে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পাবনার হাজিরহাট ও বনগ্রাম বাজারে পেঁয়াজ ও আলুর বাজার তদারকি

ঈশ্বরদীতে ছাত্রলীগ কর্মী মনা হত্যার রহস্য উদঘাটন গ্রেপ্তার ৯: অস্ত্র তৈরীর কারখানার সন্ধান

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগ কর্মী তাসফির আহম্মেদ মনা হত্যার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িত ৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসাথে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান মিলেছে। উদ্ধার করা হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্র।

সোমবার সকালে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুনসী।

তিনি জানান, গত ১৭ জুন ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপি মার্কেটের সামনে ছাত্রলীগ কর্মী মনাকে গুলি করে হত্যা করে স্থানীয় কিছু সন্ত্রাসী।

এ ঘটনায় নিহত মনার মা বাদি হয়ে ১৯ জুন ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে হত্যাকান্ডে সরাসরি জড়িত অনিককে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যে ও প্রযুক্তির সহায়তায় ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যতম আসামী মানিকসহ আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ঈশ্বরদী উপজেলার জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধানসহ ৩টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। মুলত আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড সংগঠিত হয়।

পুলিশ সুপার জানান, আটককৃত আসামিদের নিকট থেকে দুইটি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল একটি কার্তুজ এক রাউন্ড তাজা গুলি সহ অস্ত্র তৈরীর বিপুল সরঞ্জামাদি ও হত্যাকান্ডের সময় আসামীদের ব্যবহৃত পোশাক এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

আটককৃত আসামীরা হলেন
১। মো: মানিক (৩৬), পিতা-ইউনুস, সাং-নতূন রুপপুর, ঈশ্বরদী।
২। মো: ফসিউল আলম অনিক (২৭), পিতা-মহিদুল হক, সাং-দিয়ার সাহাপুর, ঈশ্বরদী।
৩। মোঃ চমন (৩৮), পিতাঃ আতিয়ার, সাং-নতুন রুপপুর (রুপপুর মোড়া) থানাঃ ঈশ্বরদী।
৪। মোঃ শাহিন সরদার(২৮), পিতাঃ মোঃ আক্তার সরদার, সাং-চরসাহাপুর, থানাঃ ঈশ্বরদী।
৫। মোঃ রাজিব (৩০), পিতা- আজিজ, সাং- নতুন রুপপুর,থানাঃ ঈশ্বরদী।
৬। মোঃ আরিফুল ইসলাম(৩২), পিতা-মোঃ জহুরুল ইসলাম, সাং- চররুপপুর পশ্চিমপাড়া, ঈশ্বরদী।
৭। মো: অবুঝ (৩৭), পিতা- শাহাজান, সাং-সলিমপুর, ঈশ্বরদী।
৮। মনিরুল ইসলাম (৩৪), চড় রুপপুর, ঈশ্বরদী।
৯। মাহফুজুর রহমান কালা (৩৫), লক্ষ্মীকুন্ডা, ঈশ্বরদী।
১০। মোঃ লিখন ফারুক আহমেদ (৩৭), পিতা- বাবলু, সাং- চর রুপপুর, থানাঃ ঈশ্বরদী।
১১। সানোয়ার মালিথা (৪০), পিতা- মৃত গফুর মালিথা, সাং- চর রুপপুর (জিগাতলা), থানাঃ ঈশ্বরদী।
১২।মোঃ মোস্তাফিজুর রহমান@রকি, পিতাঃ মোঃ এনাম বিশ্বাস, সাং- ফটু মার্কেট,থানাঃ ঈশ্বরদী।

শেয়ার করুন...


এই বিভাগের আরো খবর........
.
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !