পাবনার ঈশ্বরদীতে ঝালেমন নেসা জামিয়াতুল কোরআন কওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর নতুন পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
শনিবার (১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার নারিচা মালিথা মসজিদ পাড়ায় ঝালেমন নেসা জামিয়াতুল কোরআন কওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর নতুন পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে আলহাজ্ব আবুল খায়ের জিন্নাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক, ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহাম্মেদ কিরণ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা ও যুগ্ম আহ্বায়ক সজিব মালিথা, মহিলা কাউন্সিলর রহিমা খাতুন, ব্যাবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান সহ এলাকার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, এলাকার বিত্তশালীদের অত্র মাদ্রাসা ও এতিমখানায় তাদের সাধ্যমতে সাহায্য সহযোগিতা করার অনুরোধ জানান ও যারা এই মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার জন্য অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ্ পাক কবুল করলে তারা নেক আমলের অংশিদারী হবেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে মাদ্রাসা ও এতিমখানাটির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।