পাবনার ঈশ্বরদীতে একদিনে ৭ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার নতুন হাট মোড় এলাকায় ঐ চুরির ঘটনাটি ঘটে। দোকান মালিক সূত্রে জানা যায়, উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুন হাট মোড় বাজারের হাশেম সুপার মার্কেটের আপন বস্ত্র বিতান, নিউ মিতা জুয়েলার্স, ফারিন কসমেটিক্স, মরিয়ম গার্মেন্টস, জুতাঘর সহ মোট ৭ দোকানে দুর্ধর্ষ এ চুরি সংঘটিত হয়।
এসব দোকান থেকে সাটার ভেঙ্গে নগদ অর্থ সহ স্বর্নালঙ্কার চুরি হয়েছে। ভুক্তভোগী ঐসব দোকানীরা জানান, বাজারে পাহাড়াদার আছে। চুরি যাওয়া দোকান ঘরগুলো প্রধান রাস্তা থেকে ভেতরের দিকে হওয়ায় কেউ বুঝতে পারেনি। ধারনা করা হচ্ছে পাহাড়াদাররা চলে যাওয়ার পর ভোর বেলা চুরি সংঘটিত হয়েছে।
এঘটনায় ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের পক্ষ থেকে বাজার কমিটির সভাপতি দুলাল হোসেন বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় দোকান মালিকরা অভিযোগ করে জানান, মাঝে মাঝেই এ বাজারে চুরির ঘটনা ঘটে। চুরির অভিযোগ পেয়ে ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।