পাবনার ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিরব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি,উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পাবনা -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস সহ অন্যান্য অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন ও অধিদপ্তরের অংশগ্রহণ উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলার স্টল ঘুরে দেখেন।