বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
লালপুরে ভেল্লাবাড়িয়া মাজার মসজিদে সিন্দুক ভেঙ্গে টাকা চুরি তিনদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি ঈশ্বরদীতে শিক্ষক দিবস উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত তোমরা বড় হয়ে, সোনার মানুষ হবে: ইমদাদুল হক মিলন ২০২৪ সালে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ ঈশ্বরদীতে করিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০০ আসনে চূড়ান্ত সিগন্যাল অক্টোবরে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত পাবনায় রিকশাচালকের বাড়ি-ঘরে হামলা ও লুটপাটে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পাবনার হাজিরহাট ও বনগ্রাম বাজারে পেঁয়াজ ও আলুর বাজার তদারকি

ঈশ্বরদীতে ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ

বার্তাকক্ষ
আজকের তারিখঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন
আহত ইউপি সদস্য মোক্তার মন্ডল।

পাবনার ঈশ্বরদীতে মোক্তার মন্ডল নামে এক ইউপি সদস্য সহ ৩ জন কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (৩১ মে) রাত সাড়ে আটটার দিকে পাকশী গাইড ব্যাংক পাড়া ঐ ইউপি সদস্যের নিজ বসত বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ইউপি সদস্য মোক্তার মন্ডল ঐ গ্রামের মৃত চাঁন মন্ডলের ছেলে ও পাকশী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার।

এ ঘটনায় আহত ইউপি সদস্য মোক্তার মন্ডল বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত ঐ ইউপি সদস্য মোক্তার হোসেন জানান, বুধবার রাতে আমি নিজ বসত বাড়ির সামনে দাড়িয়ে থাকা অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত রহমান গাজীর ছেলে মনি গাজীর নেতৃত্বে ১০-১২ জন আমার ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে আমার চিৎকারে আমার স্ত্রী শাহিদা আক্তার ও বোন রুবিয়া খাতুন এগিয়ে আসলে মনি গাজীর নির্দেশে অভিযুক্তরা তাদের উপরও হামলা চালায়। পরে আশেপাশে প্রতিবেশীগন এসে আমাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে পাকশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাতেমা আক্তার বলেন, মোক্তার হোসেনের ওপর হামলার বিষয়ে আমি অবগত নই। তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মনি গাজী জানান, ইউপি সদস্য মুক্তার হোসেন একটি পরিকল্পিত নাটক সাজিয়ে আমাদের ৩ ভাইকে আসামি করে ঈশ্বরী থানায় অভিযোগ দিয়েছেন। আসলে তার ওপর কোন হামলার ঘটনাই ঘটেনি। সাম্প্রতি রেলের একটি জমি দখল করে ঘর নির্মাণ করতে চেয়েছিলেন ইউপি সদস্য মুক্তার হোসেন। রেল কর্তৃপক্ষ বাধা দেওয়াই তা বাস্তবায়ন করতে পারেননি তিনি। মূলত সেই সন্দেহেই পরিকল্পিতভাবে হামলার নাটক সাজানো হয়েছে।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা হাসান বসির অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন...


এই বিভাগের আরো খবর........
.
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !