দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় পাবনার ঈশ্বরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় ঈশ্বরদী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম. ইমরুল কায়েস। পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে বর্নাঢ্য শোভাযাত্রা এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঈশ্বরদী রেলগেটে মানববন্ধন শেষে আবার উপজেলায় চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা ও মানববন্ধন শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল হক শাহিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাইয়ুম হাসানের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনার সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।
আলোচনার সভায় বক্তব্য দেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার৷ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ঈসমাইল হোসেন৷
বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান।