শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

সাঁথিয়ায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন প্রত্যেককে তিনটি করে গাছ রোপন করতে হবে

তাইজুল ইসলাম সাঁথিয়া
আজকের তারিখঃ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন. পরিবেশ রক্ষায় প্রত্যেককে কমপক্ষে তিনটি করে গাছ রোপন করতে হবে।

জলবায়ু পরিবর্তনে আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবেনা। তিনি আরো বলেন, বিএনপি শাসনের মত আওয়ামীলীগ সরকারের আমলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়না।

গতকাল শনিবার বাংলাদেশ কৃষকলীগ সাঁথিয়া উপজেলা শাখা উদ্যোগে পাবনার সাঁথিয়ায় মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিনে বৃক্ষ রোপন ও আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জেলা পরিষদ অডিটোরিয়মে উপজেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম রঞ্জু’র পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান, সম্পাদক তৌফিকুল আলম, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুলাহ আল মাহমুদ দেলোয়ার, সহসভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু, মেয়র মিরাজুল ্ইসলাম প্রামানিক, এ্যাড. আসিফ শামস রঞ্জন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন প্রমুখ। শেষে শেখ রেহানার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এর আগে প্রধান অতিথি পৌর সদরের আমোষ রাস্তায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !