শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ঈশ্বরদীতে কোকেন সহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ ও শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন ঈশ্বরদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঈশ্বরদীতে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচার! গ্রেফতার-১ পাকশী বিভাগীয় রেলওয়ের ২৭ বীর-মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে স্বাধীনতা দিবস পালিত ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালন পাবনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারখানায় র‌্যাবের অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সাঁথিয়ায় এনামুল হত্যা মামলার বাদীকে হুমকী লুটপাটের আশংকায় মেয়রের নিকট ৪৫ গরু জিম্মা

তাইজুল ইসলাম সাঁথিয়া
আজকের তারিখঃ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:১১ অপরাহ্ন

পাবনার সাঁথিয়া পৌরসভার আমোশ গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এনামুলের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকী দেওয়ার অভিযোগ বাদীর পক্ষের।

নিহত এনামুলের স্ত্রী সীমা (৩৮) জানান, আসামী পক্ষের লোকজন ফোনে ও লোক মারফৎ আমার পরিবারকে দেখে নেবার হুমকী দিয়ে আসছে। তারা টাকার বিনিময়ে মিমাংসা করে মামলা থেকে রক্ষা পাবে বলে হুমকী দেন। এমন কি প্রয়োজনে আসামী পক্ষের আহত ব্যক্তিকে হত্যা করে পাল্টা হত্যা মামলা করবে বলে ফোনে সীমার ভাই মোজামকে হুমকী দিয়েছে আসামী পক্ষে লোকজন। পাবনা এ্যাডওয়ার্ড বিশ^বিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ছাত্র ও নিহত এনামুলের ছেলে হুমায়ন কবির বলেন, পুলিশ আমাদের খবর রাখলেও এ পর্যন্ত নামীয় আসামীদের আটক করতে পারেনি। আসামীরা নিজেদের মালামাল অন্যত্র হস্তান্তরের সময় মেয়র মিরাজুল ইসলাম তা নিজের দায়িত্বে নেন।

 এদিকে হত্যার ঘটনায় ১১ আগস্ট সাঁথিয়া থানায় মামলা হলে(মামলা নং ১৩) আসামীরা ঘর বাড়ি ফেলে পালিয়ে যায়। বাড়িতে পালনকৃত গরু ও আসবাবপত্র নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগে তারা। লুটপাটের আশংকায় আসামীরা লোক মারফেৎ নিজেদের গরু সাঁথিয়া পৌর মেয়রের জিম্মায় দেন। মেয়র মিরাজুল ইসলাম তাদের ১৫টি বাচ্চুরসহ ৪৫টি গরু বাড়িতে শ্রমিক দ্বারা দেখাশোনা করছেন। হত্যা মামলার প্রধান আসামী বাবলু মেয়ে সুলতানা খাতুন বলেন, মামলার পরে বাড়ির সবাই পালালে আমি গরু নিয়ে লুটপাটে আশংকা করি। পরে মেয়রকে ডেকে আমাদেরসহ অন্য আসামীদের গরু তার জিম্মায় দিয়ে দেই। গত শনিবার মেয়রের বাড়িতে গিয়ে আমাদের ৯টি গরু দেখে এসেছি।

সোমবার দুপুরে ঘটনাস্থল আমোশ গ্রামে গেলে দেখা যায়, আসামীরা বাড়িতে তালা লাগিয়ে পালিয়েছে। তাদের আত্বীয় স্বজনরা এসে বাড়ি পাহারা দিচ্ছে।

সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক জানান, আসামীদের আত্বীয় স্বজনরা লুটপাটের ভয়ে তাদের রেখে যাওয়া গরু আমার জিম্মায় দেন। এলাকার পরিবেশ শান্ত হলে স্ব-স্ব ব্যক্তিকে তাদের গরু বুঝিয়ে দেওয়া হবে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসাদুজ্জামান জানান, থানায় হত্যা মামলা রুজু হয়েছে। আসামীদের আটকের জোর চেষ্টা চলছে। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।

প্রকাশ উপজেলার আমোশ গ্রামে জমি সংক্রান্ত বিরোধে ১ আগস্ট রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনায় রাজশাহী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত ১১ আগস্ট মৃত তফিজ শেখের ছেলে আহত এনামুলের মৃত্যু হয়। এঘটনায় তার ভাই কামরুল ইসলাম বাদী হয়ে সাাঁথিয়া থানায় মামলা করেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !