শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

পাবনা ৪ আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে পিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করলেন!! সিইসি

বার্তাকক্ষ
আজকের তারিখঃ শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা পাবনা ৪ আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে পিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ঈশ্বরদী ইক্ষু গবেষনা মিলনায়তনে মতবিনিময় সভায় সিইসি বলেন, ‘পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এবং গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সকল ব্যবস্থা নেবে কমিশন।  ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে যাবে ব্যালট পেপার।

জেলা প্রশাসক কবীর মাহমুদ বক্তব্য রাখছেন।

ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনসংশ্লিষ্ট কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণতান্ত্রিক ধারবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন। আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা ৪ আসনের উপ-নির্বাচন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অংশগ্রহণকারীদের দায়িত্বশীল আচরণেরও আহবান জানান তিনি।

সিইসি কে এম নুরুল হুদা আরো বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পক্ষপাত মুক্ত থেকে সবার জন্য সমান পরিবেশ সৃষ্টি করতে নির্দেশ দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোন কর্মকর্তার বিরুদ্ধেই এখন পর্যন্ত প্রার্থীরা অভিযোগ করেনি। আওয়ামীলীগ, বিএনপি,   জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে আচরণ বিধি মেনে চলতে বলা হয়েছে। আমরা সকল প্রার্থীর সাথে কথা বলব, যে কোন মূল্যে নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবীর, জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম,ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস,সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল,উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !