শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নির্বাচন স্থগিত

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদ

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১১ ডিসেম্বর সকালে নির্বাচনি প্রচারণায় দুই পক্ষের সংঘর্ষে একজন স্বতন্ত্র প্রার্থী নিহতের ঘটনা ঘটার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান বলেন রোববার (১৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠেয় পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের সব (চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য, সাধারন ওয়ার্ড সদস্য) পদের নির্বাচন বাতিলের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। সেই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত গত ১১ ডিসেম্বর সকালে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচনি প্রচারণা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলম (৩৫) নিহত হন। ওই দিনই চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !