শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

নবনির্বাচিত এমপি নুরুজ্জামান বিশ্বাসের আগমনে ঈশ্বরদীতে বিভিন্ন সংগঠনের তোরণ নির্মান

বার্তাকক্ষ
আজকের তারিখঃ শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

পাবনা ৪ আসনের উপ-নির্বাচনে (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

জাতীয় সাংসদের নবনির্বাচিত সাংসদ সদস্য হিসেবে গত বুধবার (৭ অক্টোবর) শপথ গ্রহনের পর মঙ্গলবার (১৩ই অক্টোবর) নিজ এলাকা ঈশ্বরদীতে আগমন করবেন নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

বীর মুক্তিযোদ্ধা ও নবনির্বাচিত এমপি আলহাজ্ব নুরুজ্জজামান বিশ্বাসের ঈশ্বরদীতে আগমন উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গেট, ব্যানার, ফেস্টুনে পরিপূর্ণ হয়ে পাল্টেগেছে ঈশ্বরদী উপজেলার বর্তমান চিত্র।

নবনির্বাচিত এমপিকে স্বাগত জানাতে ঈশ্বরদী শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টে তোরন নির্মান করেছেন ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি, উপজেলা রাজমিস্ত্রি সমিতি, ঈশ্বরদী টান্সপোর্ট এজেন্সি, ঈশ্বরদী পৌর আওয়ামীলীগ, সাবেক ছাত্রনেতা, সহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠন।

মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী উপজেলার তিনবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তবে তাঁর বড় পরিচয় তিনি একাত্তরের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !