শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

ছুটি না বাড়ায় সুরক্ষাসামগ্রী কিনতে ভিড়

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ-  সাধারণ ছুটি শেষ হওয়ার আভাস ছিল আগেই। আগের দিন অনানুষ্ঠানিক ঘোষণাও এসেছিল। অবশেষে সাধারণ ছুটি আর না বাড়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সুরক্ষাসামগ্রী কিনতে দোকানে মানুষের ভিড় দেখা গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) আনুষ্ঠানিক ঘোষণা এলো, ৩০ মের পর আর বাড়ছে না সাধারণ ছুটি। খুলে যাবে সব অফিস-আদালত। এ ঘোষণার পর থেকেই সুরক্ষাসামগ্রী কিনতে দোকানে ভিড় করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঈশ্বরদী বাজারের ফুটপাতের এসব দোকানে পাওয়া যাচ্ছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্ক, কেএন৯৫ মাস্ক, হেড কভার, শ্যু কভার, ফেস শিল্ড, আই গ্লাস বা প্রোটেকটিভ গগলস, সার্জিক্যাল গ্লাভস, থার্মোমিটার থেকে শুরু করে করোনা ভাইরাসের সংক্রমণ রোধের জন্য প্রচলিত সব সুরক্ষাসামগ্রী। এর মধ্যে বিভিন্ন ধরনের মাস্কই বেশি বিক্রি হচ্ছে।

সাধারণ ছুটি না বাড়ায় বেচাকেনা ভালো হচ্ছে বলে জানালেন সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্ক বিক্রেতা সারোয়ার। তিনি বলেন, ‘বুধবার ছুটি না বাড়ার খবর আসার পরেই বিক্রি বেড়েছে। বৃহস্পতিবার বিক্রি ভালো হয়েছে।’

আরেক দোকানি আব্দুর রহমান বলেন, ‘বিক্রি ভালো না৷ প্রথম দিকে ভালো ছিলো। এখন আগের চেয়ে বিক্রি বেড়েছে। তবে এ বিক্রি বাড়ুক আমি চাই না। দোয়া করি, আল্লাহ যেন এ ভাইরাস নিয়ে যান।’

তিনি জানান, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাস্ক। এর বাইরে পিপিইর চাহিদা বেশি।

 


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !