শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

চাটমোহরে কলেজ ছাত্র হাবিব হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ- পাবনার চাটমোহরে হান্ডিয়ালে কলেজ ছাত্র হাবিবুর রহমান (২১) কে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে হান্ডিয়াল বাজারের মসজিদ রোডে হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। থানায় একটি হত্যা মামলা দায়ের হলেও পুলিশ এখন কাউকে গ্রেফতার করতে পারেনি। বক্তারা মানববন্ধনে হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, রবিবার বিকেলে স্থানীয় স্কুল মাঠে খেলাধূলাকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রাসেল গং এর সাথে সাবেক কমিটির নেতা কলেজছাত্র হাবিব গং এর বাকবিতন্ডার ঘটনা ঘটে। এর জের ধরে হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একদল সশস্ত্র যুবক হাবিব, নাসিরসহ অন্যদের উপর হামলা চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্রাঘাতে হাবিব ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় নাসির। আহত নাসিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাসেল-কাজল-জুয়েল গং এই হামলা চালিয়েছে বলে দাবি নিহতের পরিবারের।

এ ঘটনায় নিহতের পিতা নিকিড়ি পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১৫ জুন ১১ জনের নাম উল্লেখ অজ্ঞাতনামা ২০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা নং ১১।

নিহত হাবিবুরের চাচা রুহুল আমীন জানান, আমরা করোনা’র কারণে পরিবারের পক্ষ থেকে মানববন্ধনের সিদ্ধান্ত থেকে সরে আসলেও এলাকাবাসী আকস্মিক এ মানব বন্ধন করে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জোড় দাবী জানাচ্ছি।

চাটমোহর থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দীন জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !