শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ ও কাউন্সিলর পদে ৫২ প্রার্থীর নমিনেশন ফরম সংগ্রহ

বার্তাকক্ষ
আজকের তারিখঃ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ ও কাউন্সিলর (সাধারণ) পদে ৪৫ ও সংরক্ষিত আসনে ৭ প্রার্থী নমিনেশন ফরম সংগ্রহ করেছেন।

আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে অংশ নিতে ৫৭ জন প্রার্থী শনিবার বিকালে (অফিস চলাকালিন সময়) পর্যন্ত নমিনেশন ফরম সংগ্রহ করেছেন।

ঈশ্বরদী নির্বাচন অফিস সুত্রে জানাগেছে শনিবার বিকালে (অফিস চলাকালিন সময়) পর্যন্ত  মেয়র পদে  যে সকল প্রার্থী নমিনেশন পেপার সংগ্রহ করেছেন তারা হলেন ঈশ্বরদী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা রফিকুর ইসলাম নয়ন, সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আবু সাইদ লিটন, পৌর যুবদল নেতা জাকির হোসেন জুয়েল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই মনোনীত মেয়রপ্রার্থী হাফেজ মুহাঃ মাসুম। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত নারী আসনে ৭ জন প্রার্থী নমিনেশন ফরম সংগ্রহ করেছেন।

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর ভোট গ্রহন ১৬ জানুয়ারী।

ঈশ্বরদী পৌরসভায় মোট ভোটার ৫৫,৫৬৮ জন পুরুষ ভোটার ২৭,২৪১ জন মহিলা ভোটার ২৮,৩২৭ জন সম্ভাব্য ভোট কেন্দ্র ১৯টি বুথ সংখ্যা ১৫২টি।

ঈশ্বরদী পৌরসভায় ৯টি ওয়ার্ড মোট ভোটার ৫৫,৫৬৮ জন এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৫০৫০ জন ২ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৫৫২৩ জন ৩ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬৯৫২ জন ৪ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা  ৬১৫৭ জন ৫ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭২৫৯ জন ৬ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬০৭৩ জন ৭ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৮৫২১ জন ৮ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪৭৩৯ জন ৯ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৫২৯৪ জন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !