শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন

ঈশ্বরদীতে শোক দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে লিটনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
আজকের তারিখঃ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে লিটনের শ্রদ্ধা

রক্তঝরা ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে ঈশ্বরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন।
লিটন ঈশ্বরদী আওয়ামী লীগ অফিসের সামনে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় রফিকুল ইসলাম লিটন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগষ্ট হারিয়ে বাঙালী দিশেহারা হয়ে পড়েছিল। খুনিরা স্বপ্ন দেখেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবে। তাদের সেই স্বপ্ন এদেশের মানুষ পূরণ হতে দেয়নি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে।
বঙ্গবন্ধু হত্যাকান্ড ছিল পৃথিবীর নৃশংসতম হত্যাকান্ড। পৃথিবীর ইতিহাসে এমন বর্বরোচিত ও পৈশাচিক হত্যাকান্ড আর ঘটেনি। বঙ্গবন্ধু আজ নেই, তাঁর সুযোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনা এখন বাঙালির আশা ভরসার প্রতীক।  শেখ হাসিনার নেতৃত্বে  জঙ্গিবাদ, সন্ত্রাস,মাদক ও রাজাকারমুক্ত করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !