শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

বার্তাকক্ষ
আজকের তারিখঃ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ।

ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার পরিষদ হল রুমে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়। ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো ৮৫৬টি ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড এবং ৩৫৬ জন মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরূল কায়েস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা -৪ আসনের সংসদ সদস্য, বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মঞ্জু রহমান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নজরূল ইসলাম মিন্টু , বীর মুক্তিযুদ্ধা মন্টু, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বকুল সরদার, মুলাডুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা।

সভা শেষে ৩৯২ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট কার্ড ও সনদ এবং ৭২ জন মৃত বীর মুক্তিযোদ্ধার স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য, বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !