শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

ঈশ্বরদীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

বার্তাকক্ষ
আজকের তারিখঃ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, ঈশ্বরদী প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয় বাজার তদারকি অভিযান পরিচালনা করে।

সোমবার (০২ নভেম্বর) সকাল ১০টায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে ঈশ্বরদী উপজেলা রোড এলাকা ও নতুন হাট বাজার এলাকায় এ বাজার তদারকি অভিযান চালানো হয়।

অভিযানে ভোক্তা-অধিকার বিরোধী অপরাধ করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।

অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং ঈশ্বরদী থানা পুলিশের একটি টিম।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !