বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
চৈত্র সংক্রান্তি আজ পহেলা বৈশাখ বরণে প্রস্তুত ঈশ্বরদী উপজেলা প্রশাসন ঈদ এলেও তাদের স্বপ্ন বাড়ি যায় না ঈশ্বরদীতে ঈদ বাজারে শেষ মুহূর্তে বিক্রি বেড়েছে প্রসাধনী সামগ্রীর ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা : চির বিদায় ঈশ্বরদীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা ঈশ্বরদীতে মুড়ির ফ্যাক্টরি সহ তিন প্রতিষ্ঠানে অভিযান,জরিমানা ৮০ হাজার টাকা ঈশ্বরদীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেছো বাঘ উদ্ধার রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি পরিদর্শনে প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা

ঈশ্বরদীতে কয়েকটি রাস্তা পুনঃনির্মাণ কাজ ও সুপার মার্কেটের উদ্বোধন

বার্তা কক্ষঃ
আজকের তারিখঃ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ-  ঈশ্বরদী পৌরবাসীর ভোগান্তির দিন শেষ হতে চলছে। পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নের্তৃত্বে পৌরসভার ব্যাপক উন্নয়ন কর্মকান্ড অচিরেই দৃশ্যমান হচ্ছে।’ রোববার ঈশ্বরদী পৌর এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা ও পৌর সুপার মার্কেট উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস একথা বলেছেন।

নির্মাণ কাজের উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্  নূরুজ্জামান বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, প্রকৌশলী আব্দুল আউয়ালসহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র মিন্টু জানান, করোনা পরিস্থিতির কারণে লকডাউন থাকায় এতোদিন এসব উন্নয়ন কাজ শুরু করা সম্ভব হয়নি। ইউজিপ-থ্রি প্রকল্পের অধীনে এবারে ১৬ কোটি ৯০ লাখ টাকার টাকার উন্নয়ন কর্মকান্ড সম্পাদিত হবে। এসব কাজের মধ্যে রয়েছে শহরের গুরুত্বপূর্ণ ১৬টি রাস্তা ও ড্রেণ। এছাড়াও ৯ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ। এই কাজ গুলো অচিরেই দৃশ্যমান হবে জানিয়ে মেয়র বলেন, কাজ গুলো শেষ হলে পৌরবাসীর ভোগান্তি আর থাকবে না।

প্রকৌশলী আব্দুল আউয়াল জানান, শহরের গুরুত্বপূর্ণ ষ্টেশন রোডের কাজ রেলগেট হতে শুরু হয়ে কলেজ রোডের ঠাকুরবাড়ির সামনে শেষ হবে। ১,২৫০ মিটার এই সড়ক নির্মাণে ৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয় হবে। এই সড়কের সাথে ৬৫০ মিটার ড্রেণও নির্মাণ হবে। এতে ব্যয় হবে ১ কোটি ৮৯ লাখ টাকা। শেরশাহ রোড হতে শুরু হয়ে কলেজ রোড পর্যন্ত ৬৫০ মিটার ‘হাসপাতাল সড়কে’র রাস্তার কাজের জন্য ব্যয় হবে প্রায় ৭৩ লাখ টাকা। এভাবে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ড্রেণসহ পৌর এলাকার ১৬টি গুরুত্বপূর্ণ রাস্তার কাজ একই সাথে শুরু হচ্ছে বলে তিনি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর........
এক ক্লিকে বিভাগের খবর
error: কপি করার অনুমতি নেই !
error: কপি করার অনুমতি নেই !